মালদা

ইংরেজবাজার পৌরসভার ১৫০ বর্ষপূর্তি উপলক্ষে বেশ কিছু ওয়ার্ডে ১ কোটি ১২ লাখ টাকার কাজের সুচনা

রবিবার ইংরেজবাজার পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে ১১, ১৪, ১৫, ১৬ নম্বর ওয়ার্ডে শুরু হল ড্রেন ও ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা তৈরির কাজ। এই বর্ষ পূর্তি উপলক্ষে ৬ নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান ও বিধায়ক নীহার রঞ্জন ঘোষ, উপ-পৌরপ্রধান দুলাল সরকার, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিপ্রা রায় সহ অন্যান্যরা। জানা যায়, বর্ষাকালে বৃষ্টি শুরু হলে বা একটু বৃষ্টি হলেই এই ওয়ার্ড গুলি জলমগ্ন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবী ছিল এই এলাকা গুলিতে জল নিকাশের জন্য সরকারি ভাবে উপযুক্ত ব্যবস্থা করা হোক। এলাকাবাসীর দাবী মেনে এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হয় ইংরেজ বাজার পৌরসভা। পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের যাতায়াতের সমস্যা থাকায় একটি রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে পৌরসভা বলে জানা গেছে। 

এবিষয়ে ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান ও বিধায়ক নীহার রঞ্জন ঘোষ জানান, পৌরসভার পক্ষ থেকে ১ কোটি ১২ লাখ টাকা ব্যয় করে ড্রেন ও রাস্তা তৈরি করা হচ্ছে। ফলে এলাকার মানুষ এই সমস্যা থেকে রেহাই পাবেন বলে তিনি আশাবাদী। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/7OIisS6YLZg